তাজা নোটিশ

অভিযোগ: শিক্ষক শাহাদাৎ হোসাইনের খাতা দেখা নিয়ে সমস্যা ক্লাস ৬, সেকশন ডি-এর ছাত্ররা অভিযোগ করেছে যে শিক্ষক শাহাদাৎ হোসাইন খাতা ঠিকমতো দেখেননি এবং ন্যায্য নম্বর দেননি। অনেকের খাতা ঠিকমতো দেখা হয়নি, আর নম্বরও যেমন-তেমন কেটে দেওয়া হয়েছে। ছাত্ররা বলছে, স্যার একেবারে বাটপার কাজ করেছেন, যা একদমই অন্যায় আর শিক্ষার্থীদের সাথে অবিচার।
বাথরুম অপরিষ্কার স্কুলের বাথরুমগুলো অনেক দিন ধরে অপরিষ্কার আর ঠিকমতো পরিষ্কার করা হয় না। যদি পরিষ্কার করা না হয়, ছাত্ররা অসুস্থ হয়ে যেতে পারে।