School Notice
শিক্ষকদের আন্দোলন কি রাতেই শেষ করতে হতো?
ক্লাস ৬ এর ৩ ডিসেম্বর ২০২৫ এ ইংলিশ ২য় পত্র পরীক্ষা ছিল। তবে শিক্ষকদের "আন্দোলন" এর জন্য স্কুল "কমপ্লিট শাটডাউন" হয়ে গেছিলো । তবে সেই আন্দোলন রাতের বেলায় বন্ধ করা হয় । সকাল ৮ টায় পরীক্ষা ছিল । যার কারণে কিছু ছাত্র না ঘুমিয়ে রাত এ পড়াশোনা করলো । অথচ, সকাল ৮ টায় পরীক্ষা ছিল। শুধুমাত্র শিক্ষকদের দোষেই না ঘুমিয়ে পড়াশোনা করতে হলো, এবং তার জন্য অনেক ছাত্রদের পরীক্ষা খারাপ হলো। শিক্ষকদের "আন্দোলন" দিনের বেলা শেষ করলে কোনো সমস্যা কি হতো??
অভিযোগ: শিক্ষক শাহাদাৎ হোসাইনের খাতা দেখা নিয়ে সমস্যা
ক্লাস ৬, সেকশন ডি-এর ছাত্ররা অভিযোগ করেছে যে শিক্ষক শাহাদাৎ হোসাইন খাতা ঠিকমতো দেখেননি এবং ন্যায্য নম্বর দেননি। অনেকের খাতা ঠিকমতো দেখা হয়নি, আর নম্বরও যেমন-তেমন কেটে দেওয়া হয়েছে। ছাত্ররা বলছে, স্যার একেবারে বাটপার কাজ করেছেন, যা একদমই অন্যায় আর শিক্ষার্থীদের সাথে অবিচার।
বাথরুম অপরিষ্কার
স্কুলের বাথরুমগুলো অনেক দিন ধরে অপরিষ্কার আর ঠিকমতো পরিষ্কার করা হয় না। যদি পরিষ্কার করা না হয়, ছাত্ররা অসুস্থ হয়ে যেতে পারে।
বিষয় বণ্টন সংক্রান্ত সমস্যা
ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়েছে যে কিছু শিক্ষক যে বিষয়ের ক্লাস নেন, সেই একই বিষয় তাদের পড়ানোর পরিবর্তে অন্য বিষয় দেওয়া হয়েছে। এতে পড়াশোনার মানে প্রভাব পড়তে পারে এবং বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
এছাড়া স্কুল ডায়েরিতে কোন শিক্ষক কোন বিষয় পড়ান তা স্পষ্টভাবে উল্লেখ করা নেই, যার কারণে শিক্ষার্থীরা সঠিকভাবে বিষয় শিক্ষক সম্পর্কে নিশ্চিত হতে পারছে না।
যথাযথভাবে বিষয় বণ্টন ও ডায়েরিতে বিষয়-শিক্ষক নির্ধারণ করে দেওয়ার অনুরোধ করা হলো।